বহু মানুষকে দেখে আমরা অনেক সময় মন্তব্য করে থাকি এই সমস্ত মানুষের মাথায় দেবী লক্ষীর হাত আছে বা দেবীর কৃপা রয়েছে। অর্থ যেন তাদের ছেড়ে কখনই যায় না। এমন অনেক জন্ম তারিখের মানুষ রয়েছেন যে সমস্ত জন্ম তারিখের ওপর হাত রয়েছে স্বয়ং মা ধনলক্ষ্মীর।
বেশ কিছু সংখ্যা রয়েছে যার ওপর মায়ের আশীর্বাদী হাত রয়েছে। যার ফলে কখনই টাকার অভাব হয় না। জানা গেছে, যে সকল ব্যক্তির জন্ম মাসের ৬, ১৫, ২৪ তারিখে হয়, তাদের মূল সংখ্যা দাঁড়ায় ৬। বিশ্বাস করা হয় এই তিন তারিখের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অর্থের অভাব হয় না কখনই।
বলা হয়ে থাকে এই সমস্ত সংখ্যার অধিপতি হলেন। এর সঙ্গে প্রেম সম্পদ সৌন্দর্য্যের সম্পর্ক রয়েছে। এই সংখ্যা গুলি দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলেও মনে করা হয়। আর তাই এই সংখ্যায় জন্মগ্রহণকারী ব্যক্তিকে কখনই অর্থাভাবের মুখে পড়তে হয় না।
তবে এই তিন সংখ্যার মধ্যে ৬ সংখ্যার জাতক জাতিকাদের অর্থাভাবের মধ্যে পড়তে হলেও তারা কিন্তু ঠিক কোন না কোন ভাবে ম্যানেজ করে ফেলেন। এই সংখ্যার জাতক জাতিকারা নিজেদের কথার মাধ্যমে সবাইকে আকৃষ্ট করতে পারেন।