ভরা বসন্তেই রুদ্ররূপ নিয়েছে আবহাওয়া। মঙ্গলবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হচ্ছে। অবশ্য আগে থেকেই আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছিল, ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে হতে চলেছে বৃষ্টিপাত। আর পূর্বাভাসকে সত্যি করে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে শুরু করছে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। হচ্ছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।
বুধবারে শুরু হওয়া এই বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত বলে জানা গেছে। সোমবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার কথা। জানা গেছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলা ভিজেছে প্রবল বৃষ্টিতে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে।
তবে এখনও সরেনি আশঙ্কার কালো মেঘ। এই অকাল বৃষ্টিপাতের জেরে ক্ষতি হয়েছে শস্যের। আগামীকাল অর্থাৎ শনিবার ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূমে। একই সঙ্গে চলবে বৃষ্টিপাত। এই জেলাগুলি বাদে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবারেও আকাশের মুখ থাকবে ভার। সপ্তাহ শেষে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এই সমস্ত জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে বৃষ্টিপাত। এমনকি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাতের পাশাপাশি হবে তুষারপাত। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে তেলেঙ্গানা থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। যার জেরে প্রবেশ করেছে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প। যার দরুণ হচ্ছে এই অকাল বৃষ্টিপাত।