ধেয়ে আসছে প্রবল ঝড়বৃষ্টি! কতদিন চলবে দুর্যোগ? রইল আবহাওয়ার বিরাট আপডেট

By Bongnews24x7

Published On:

Follow Us

বেশ কয়েকদিন ধরেই আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে, ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়েই হতে চলেছে বৃষ্টিপাত। এবং এই বৃষ্টিপাত মোটের ওপর বেশ ভালোই হবে। ইতিমধ্যেই এর প্রভাবে সকাল থেকেই আকাশের মুখ ভার। রোদের দেখা নেই। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।

তুমি শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গ‌ও ভিজতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ অর্থাৎ বুধবার থেকে শুরু হবে এই বৃষ্টিপাত। ইতিমধ্যেই আকাশ জানান দিচ্ছে বৃষ্টিপাতের। বুধবারে শুরু হবে এই বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত বলে জানা গেছে।

উল্লেখ্য জানা গেছে, আজ অর্থাৎ বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা। ‌ বৃহস্পতিবারও সমান ধারায় বজায় থাকবে বৃষ্টিপাত। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানা গেছে।

তবে আবহাওয়া দপ্তরের সূত্রে জানানো হয়েছে, বৃষ্টিপাত হলেও তাপমাত্রা হের ফের হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ উর্দ্ধমুখী থাকবে তাপমাত্রা। কমবে না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত ও তুষারপাতের সমান তালে চলবে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতি ও শনিতে ব্যাপকতা থাকবে। রবিবারও বৃষ্টিপাত চলবে। আবহাওয়ার পরিবর্তন হবে আগামী সপ্তাহের সোমবার থেকে। তবে কয়েকদিন ধরে বৃষ্টিপাত চললেও তাপমাত্রার কোন রকম হেরফের হবে না বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now