৩-৪ ডিগ্রী করে বাড়বে গরম, পেরিয়ে যাবে স্বাভাবিকের সীমা! কী বলছে আবহাওয়া দপ্তর?

By Bongnews24x7

Published On:

Follow Us

এক অদ্ভুত আবহাওয়া এখন বাংলা জুড়ে। বেশ ভালো গরম পড়ে গেছে। সকাল থেকে রাত দমবন্ধ করা হাঁসফাঁস অবস্থা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। ইতিমধ্যেই লোকেদের বাড়িতে চলতে শুরু করেছে ফ্যান, এসি। দুপুরের রোদে এখনই গা পুড়ে যাওয়ার মতো অবস্থা।

একদম সকালের দিকে আবহাওয়া একটু আরামদায়ক থাকলেও দুপুর গড়াতেই শুরু হচ্ছে চরম অস্বস্তি। সন্ধ্যাতেও গরম কমার নাম নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বরং বেশি পরিমাণে অনুভূত হচ্ছে গরম। কিন্তু কেমন থাকবে আগামী দিনের আবহাওয়া? কমবে কী গরম?

যদিও সুখবর একেবারেই শোনায়নি হাওয়া অফিস। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে ব‌ই কমবে না। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দিনে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেড়ে যাবে ২-৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত। বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা।

চলতি সপ্তাহে শেষে তিন চার ডিগ্রী বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা এবং একই সঙ্গে পাঁচ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের চার জেলার তাপমাত্রা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে রীতিমতো তাপপ্রবাহ চলবে।

জানা গেছে, চলতি সপ্তাহে শেষে তিন থেকে চার ডিগ্রী বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা। শুধু কী তাই পাঁচ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের চার জেলার তাপমাত্রা। স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে কলকাতার ও তৎসংলগ্ন এলাকার। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রী সেলসিয়াস বেশি থাকবে। বলাই বাহুল্য, দক্ষিণে গরমের দাপট থাকলেও ভিজবে উত্তরবঙ্গ। ‌১৫ তারিখ হবে চূড়ান্ত বৃষ্টিপাত।‌



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now