বাড়বে গরমের প্রকোপ! রাজ্যে ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দোলের দিন কেমন থাকবে আবহাওয়া?

By Bongnews24x7

Published On:

Follow Us

আবহাওয়ার খামখেয়ালীপনায় জেরবার মানুষের জীবন। সকালে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হচ্ছে। ভালো ঠান্ডা হওয়াও চলছে। কিন্তু বাইরে বেরোলেই রোদের তাতে গা পুড়ে যাওয়ার জোগাড়। সন্ধ্যা নামলে আবার‌ও দমবন্ধ করা পরিস্থিতি। আর এই আবহাওয়ার জেরে বাড়িতে বাড়িতে শরীর খারাপ। জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে।

বর্তমানে এমন আবহাওয়া চললেও চলতি সপ্তাহে কিন্তু বাড়তে চলেছে তাপমাত্রা।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহ শেষে গরমের মাত্রা তীব্রতর হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের চার জেলার আবহাওয়া অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠবে। আবহাওয়া আর‌ও
শুষ্কতর হবে। বৃষ্টির নাম গন্ধটুকুও নেই।

চলতি সপ্তাহে শেষে তিন চার ডিগ্রী বেড়ে যাবে কলকাতার তাপমাত্রা এবং একই সঙ্গে পাঁচ ডিগ্রী পর্যন্ত বাড়তে পারে দক্ষিণবঙ্গের চার জেলার তাপমাত্রা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান এই চার জেলাতে রীতিমতো তাপপ্রবাহ চলবে।

উপরে উল্লেখিত চারটি জেলার তাপমাত্রা ৫ ডিগ্রীর কাছাকাছি বেড়ে যাবে। অন্যদিকে স্বাভাবিকের থেকে তিন চার ডিগ্রি তাপমাত্রা বাড়বে কলকাতার ও তৎসংলগ্ন এলাকার।
এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রী সেলসিয়াস বেশি থাকবে।

দক্ষিণে গরমের দাপট থাকলেও ভিজবে উত্তরবঙ্গ। ‌ ১৫ তারিখে শেষ হবে বৃষ্টিপাত। তবুও থাকবে স্যাঁতসেঁতে আবহাওয়া। বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে শুক্রবার অর্থাৎ দোলের দিন। তবে শুধু বাংলা নয় ইতিমধ্যেই গোটা ভারত জুড়ে নিজের দাপট দেখাতে শুরু করেছে গ্রীষ্ম।



 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now